মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী গ্যাং এর দুই সদস্যকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ৩০ মার্চ বুধবার রাত ১০.০০ ঘটিকার সময় উপজেলার দুবলাগাড়ি ব্রীজের উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী (৩২), এবং একই এলাকার নুর আলমের ছেলে নাঈম হোসেন(২১)।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশি চেকপোস্ট চলাকালীন সময়ে কালো রংয়ের একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলের আরোহী ইদ্রিস আলী এবং নাঈমকে থামিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় ইদ্রিসের কোমর থেকে একটি ধারালো বার্মিজ চাকু পাওয়া যায়। চাকুটি খোলা অবস্থায় ১০ইঞ্চি এবং খুব ধারালো। তাদেরকে বার্মিজ চাকু রাখার কারন জিজ্ঞেস করলে তারা জানায় যে, এটা তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপের সুবিধার জন্য রাখে।পরে এস আই মিজানুর রহমান ও এ এস আই শামীম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদের গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত দুইজন আসামী সন্ত্রাসী সংগঠনের সদস্য।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।