খুলনা প্রতিনিধি
বয়স্ক ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নামে চলছে গ্রামে গ্রামে টাকা উত্তোলন। মেম্বার ও চেয়ারম্যানদের একটি চক্র অভিনব কায়দায় বিভিন্ন কলাকৌশল এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে এই সকল নিরীহ অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা। অনেকে টাকা পাওয়ার আশায় বিভিন্ন সুদখোরদের কাছ থেকে অতিরিক্ত সুদে টাকা এনে এই চক্রের হাতে তুলে দিচ্ছেন। এ ব্যাপারে এই চক্রের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে তাদেরকে বিধবা ও বয়স্ক ভাতা না দেওয়ার জন্য ভয়-ভীতি দেখানো হচ্ছে।
শুধু তাই নয় অভিনব সুকৌশলে জনপ্রতিনিধিরা তাদের তিন-চারজন মিলে একটি সংগবদ্ধ গ্রুপ তৈরি করে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় বাড়িতে গিয়ে প্রকাশ্যে এদের কাছ থেকে টাকা উত্তোলন করে চলেছেন। জনপ্রতি দুই হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত উত্তোলন করছেন। ভুক্তভোগী অনেকে বলেন,কি করবো টাকা না দিলে আমাদের বয়স্ক ও বিধবা ভাতা দেওয়া হবেনা। তাই আমরা নিরুপায় হয়ে চড়া সুদে টাকা এনে তাদেরকে দিতে হচ্ছে।
এ ব্যাপারে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোন কাজ হয়না। বটিয়াঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নে চলছে এই চাঁদা আদায়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারি মোঃ ওলিউর রহমান এর নেতৃত্বে চলছে এই টাকা উত্তোলন। অভিযোগ উঠেছে অলিউর রহমান সমাজসেবা অফিসে বসে বয়স্ক বিধবাদের তালিকার একটি কপি প্রতিটি ইনিয়নের ওয়ার্ডের মেম্বার সোর্সদের কাছে হস্তান্তর করেন। তাদেরকে বলা হয়,যে টাকা আগে দিবে তাকেই টাকা আগে দেওয়া হবে।
এবিষয় উপজেলার সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী ওলিউর রহমান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না। আপনি রবিবার আমার অফিসে এসে দেখা করুন।
এই দুর্নীতিবাজ অলিউর রহমানের সাথে রয়েছে এসকল চক্রের গভীর সখ্যতা। আবার ইউনিয়ন পরিষদের কথিত বেশকিছু সচিবের বিরুদ্ধে উঠে এসেছে এই টাকা উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ। যারা টাকা আদায় করছেন তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, জনপ্রতিনিধিদের নির্দেশে আমরা উক্ত টাকা উত্তোলন করছি।
অন্যদিকে ভূক্তভোগীরা নামপ্রকাশ না করার শর্তে অনেকে বলছেন,কি করবো ভাই, টাকা না দিলে আমাদের তো আর সুযোগ-সুবিধা ও টাকা-পয়সা দেওয়া হবেনা বলে হুমকি দেয়া হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে বিভিন্ন সুদখোরদের কাছ থেকে টাকা ধার করে তাদেরকে টাকা দিয়ে দিতে বাধ্য হচ্ছি।
ভুক্তভোগী সুখেন্দু মন্ডলের মার নিকট গিয়ে একটি চক্র বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে ২৫ শত টাকা দাবি করে। পরে শুভেন্দু মন্ডল তাদেরকে বলে, টাকা দিতে পারব না। পারলে আমার মার সিমটি তোরা নিয়ে যা। নিয়ে টাকা তুলে বাকি টাকাটা আমাদেরকে দিস।
রনজিতা মন্ডলের কাছে গিয়ে তারা বলে টাকা লাগবে। না দিলে বস কত টাকা পাওয়া যাবে না তখন রন্জিতা মন্ডলের মেয়ে অমিতা মন্ডল স্থানীয় এক যুবকের কাছ থেকে সুদে টাকা ধার করে ওই চক্রের হাতে ২৫ টাকা দেয়।
শম্ভুনগর গ্রামের দিলীপ মল্লিকের কাছে ঐচক্র টাকা দাবি করে। তখন সে বলে,আমার বাপের বয়স্ক ভাতা প্রয়োজন নেই। কিন্তু তোদেরকে টাকা দেয়া হবে না। এই ভাবে ——- এর নিকট তারা টাকা দাবি করে।
ভুক্তভোগী শম্ভুনগর আসমত শেখ বলেন,সমাজসেবা অফিসের সহকারি ওলিউর রহমান আমার মায়ের বয়স্ক ভাতার টাকা না দিয়ে হয়রানি করছে। বয়স্ক ভাতার বই দিচ্ছে না। বই চাইলে আজ না বলে ঘুরাচ্ছে।
অফিস সহকারি ওলিউর রহমানের নিকট বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না। রবিবার আমার অফিসে এসে দেখা করেন।
বটিয়াঘাটা উপজেলার সমাজসেবা অফিসের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতার নিম্নরূপ ২০২১-২২ অর্থবছরে সর্বশেষ তালিকায় রয়েছে বয়স্ক ভাতা ৯ হাজার ৭২৩ জন। বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা ৪ হাজার ৯৯৬ জন। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ২ হাজার ৬০২ জন।
প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্ত ২২ জন ও দলিত শিক্ষা উপবৃত্তি ৫২ জন।
বটিয়াঘাটা সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার বলেন, এদের বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করব।