সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধি
মুক্তিযোদ্ধাদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ,অসন্মান ও লাঞ্চিত করার কারনে নীলফামারী ডোমার উপজেলার পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ কে সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে(আজ শুক্রবার ১লা এপ্রিল) নিশ্চিত করেছে ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাইরুল আলম বাবুল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কে কেন্দ্র করে ডোমার উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সহ সকল মুক্তিযোদ্ধাদের অসন্মান ও লাঞ্ছিত করে। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এরই প্রেক্ষিতে নীলফামারীতে বিশেষ বর্ধিত সভায় (৩১ মার্চ বৃহস্পতিবার) নীলফামারী শিল্পকলা একাডেমী ভবনে রাত সাড়ে ১২ টার সময় প্রধানমন্ত্রীর নির্দেশে ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদানের ঘোষনা দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বে নিয়োজিত সাখাওয়াত হোসেন শফিক।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ‘রাজাকারের সন্তান’ আখ্যা দিয়ে অনুষ্ঠান বর্জন করেন মুক্তিযোদ্ধাদের একাংশ।রাতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সেই প্রসঙ্গে কথা বলার সময়
ওই কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে নিজের পায়ের জুতা ছুড়ে মারেন উপজেলা চেয়াম্যান তোফায়েল আহম্মেদ।
উপজেলা চেয়ারম্যানের পায়ের জুতা ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বাংলাদেশ বুলেটিন সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সংবাদটি। সংবাদটি প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ।