নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াস্থ্য রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আউয়াল, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা করিম পাঠান, হাজী আলাউদ্দিন, আলতাফ হোসেন, আলী আজগর, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সেলিম মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ছাত্রলীগ নেতা আশফাকুল আলম তুষার, আশরাফুল হক জেমিন প্রমুখ।খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, চিনি, আলু, পিয়াজ ও ছোলা । এসব সামগ্রী বিতরণকালে আলহাজ রফিকুল ইসলাম বলেন, মহামারি করোনার শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অদ্যাবধি রূপগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় রংধনু গ্রুপের সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। উপজেলার লক্ষাধিক মানুষ ধাপে ধাপে রংধনু গ্রুপের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র পেয়েছেন। এরই ধারাবাহিকতায় এই খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, যেকোনো ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগ আর অভাবী মানুষের পাশে রংধনু গ্রুপ সব সময় ছিল আছে এবং থাকবে। আগামী ঈদের আগের দিন পর্যন্ত উপজেলাব্যাপী এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।