1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

Translate in

তথ্য গোপনের অভিযোগে জালশুকা ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৭৩ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি :

তথ্য গোপন করে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া চলছে মর্মে লিখিত অভিযোগের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুরের জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোপনে ম্যানেজিং কমিটির নির্বাচন করা হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন বিদ্যালয়টির অভিভাবক সদস্য আব্দুস ছালাম এবং দাতা সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাক দুদু।
অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। এমতাবস্থায় তদন্ত না হওয়া পর্যন্ত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচন স্থাগিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ। জানগেছে, জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য গত ৩ মার্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। এরপর ভোটার তালিকা চুড়ান্ত করে ৭ মার্চ তফশীল ঘোষণা করা হয়। তফশীল মোতাবেক ২৮ মার্চ অভিভাবক সদস্যের ৫টি পদ, শিক্ষক প্রতিনিধি’র ৩টি পদ এবং দাতা সদস্যের ১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্ব›দ্বীতায় প্রার্থীরা নির্বাচিত হন। এরপর ৩১ মার্চ বেলা আড়াইটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে সভাপতি পদে নির্বাচনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়। অপরদিকে গোপনে নির্বাচন করা হচ্ছে মর্মে ৩০ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন আব্দুর রাজ্জাক দুদু নামের এক ব্যক্তি।
অবশেষে অভিযোগের ভিত্তিতে নির্বাচন স্থাগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছিল উল্লেখ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, গোপনে নির্বাচন করা হচ্ছে এমন অভিযোগ ভিত্তিহীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার তৌফিক আজিজ জানিয়েছেন, বিধি মোতাবেক জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনী প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে অনিয়মের অভিযোগ ওঠায় তা তদন্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০