1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

Translate in

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলার আমিননগর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ডাকাত বিপ্লব হাসান ওরফে শিপন(৩১) ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। এসময় তার নিকট থেকে একটি দা, একটি কাটার, লোহার পাইপ, রড ও একটি মুখোশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর কবরস্থান সংলগ্ন নির্জন এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই কাজী শাহনেওয়াজ, কৃষ্ণ মোহন, জাহাঙ্গীর ও রনি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাত সদস্য বিপ্লব হাসান ওরফে শিপনকে আটক করতে সক্ষম হয়। তার নিকট থেকে একটি দা, একটি কাটার, দুটি লোহার পাইপ, তিনটি রড ও একটি মুখোশ উদ্ধার করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্র একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। থানায় একটি মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা-জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মাহে রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গরাবাজার থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০