নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে দিশেহারা কৃষকের আত্মহত্যার কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবীতে কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদল নেতা হাজী মামুন। এ সময় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা আবুল বাশার খান, এ আর মোঃ জামাল হোসেন,চৌদ্দগ্রাম উপজেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁন, লালমাই উপজেলা কৃষক দল নেতা মো: জাহাঙ্গীর সরদার, জেলা কৃষকদল নেতা মোঃ মোবারক হোসেন, মোঃ হাবিবুর রহমান, নজরুল ইসলাম নঈম, মোঃ মিজানুর রহমান মিলন, মানিক সরদার, মোঃ শরিফুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ চৌধুরী, মহিউদ্দিন মোল্লা, মোঃ লিটন মিয়া, শহীদুল হক লিটন, মোঃ মফিজ মিয়া, মোঃ খোরশেদ আলম ভূঁইয়া ও হোসাইন মোহাম্মদ ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।