1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় ম্যাচ জেল থেকে ছাড়া পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া,আটক ৩ হাসনাত আব্দুল্লাহ ও সারজিসকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেস্টা প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক দেবীদ্বারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণ সভা কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত, আহত ৩ নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু রাস্তায় বিদ্যুতের খুঁটি রেখে দেবীদ্বার পুরাতন বাজার সড়ক সংস্কার

Translate in

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৫০ জন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৩৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কারও বাবা ফেরিওয়ালা, কেউবা দিনমজুর। কেউ কেউ প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই বাবা হারিয়েছেন। দরিদ্রতার সঙ্গে সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে নিয়েছেন। মাত্র ১২০ টাকায় আবেদন করে মেধার লড়াইয়ে এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লায় ১৫০ জন।
রোববার বিকেলে সদ্য নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে এই অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তারা।
অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের তানজিনা আক্তার বলেন, তার বাবা ময়নাল হোসেন ফেরিওয়ালা। ছয় সদস্যের টানাপোড়েনের সংসারে অষ্টম শ্রেণি পাসের পরই তার বিয়ের চাপ আসে। কিন্তু অদম্য তানজিনা গ্রামের বিভিন্ন বাড়িতে টিউশনি করে পড়াশোনা চালিয়ে গেছেন। ভর্তি হয়েছেন স্থানীয় সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে। মাত্র ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে আনন্দে চোখের পানি ফেলেন তিনি।
প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই বাবা হারান মানিক মিয়া। তিনি চান্দপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে। বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের মৃত বাবুল হোসেনের মেয়ে শামীমা আক্তারও তার বাবা হারান প্রাথমিকে পড়ার সময়। তারা বলেন, অভাবের সংসারে একটা সময় লেখাপড়া বন্ধের উপক্রম ছিল। তাদের মা জীবন-সংগ্রামে এগিয়ে যেতে সহায়তা করেছেন। কখনও না খেয়ে রাত কাটাতে হতো। পুলিশে ঘুষ ছাড়া চাকরি হয়- এমন ধারণা ছিল না আগে।
চান্দিনার বীর মুক্তিযোদ্ধা গাজী রমিজের ছেলে রাশেদ গাজী বলেন, মা-বাবা ও পাঁচ ভাইবোনের একমাত্র অবলম্বন ছিল বেকার বাবার মুক্তিযোদ্ধা ভাতা। কখনও মনে হয়নি সরকারি চাকরি পাবেন, তাও আবার পুলিশে। ‘ঘুষ ও উপরে লোক না থাকলে পুলিশে চাকরি হবে না’ আগে এমন ধারণা ছিল। কিন্তু ১২০ টাকায় চাকরি পেয়ে সব ভুল ধারণা পাল্টে গেল।

নিয়োগে মেধা তালিকায় প্রথম হন আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের নির্মাণ শ্রমিক আবুল কাশেমের ছেলে সহিদুল ইসলাম। তিনি বলেন, কোনো রকম তদবির ও ঘুষ ছাড়াই নিজের যোগ্যতায় পুলিশের চাকরি পেয়েছি। এতে আমার পরিবারসহ এলাকার লোকজনের মাঝে পুলিশে নিয়োগের বিষয়ে ধারণা পাল্টে গেছে। ১২০ টাকায় চাকরি পাবেন- এমনটা স্বপ্নেও ভাবেননি। তিনি বলেন, ‘শপথ নিয়েছি, নিজে সৎ থেকে দেশ ও সমাজের জন্য দায়িত্ব পালন করব।’
অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও পুলিশপ্রধানের (আইজিপি) কঠোর নির্দেশ ছিল একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা। কোনো রকম দুর্নীতি ও তদবির ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় সাধারণ কোটায় পুরুষ ১২৭ জন, নারী ১২ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজি আবদুর রহীম, এম তানভীর আহমেদ, সোহান সরকার ও রাজন কুমার দাস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০