নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর যানজট, জলাবদ্ধতা নিরসন এবং পুকুর ও দিঘী ভরাট বন্ধে নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
তিনি বলেন, কুমিল্লা নগরীতে দীর্ঘদিন যাবত অননুমোদিত যানবাহন চলাচল, যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক পার্কিং এবং একশ্রেণির দুর্বৃত্তদের পরিবহন চাঁদাবাজিতে যানজট প্রকট আকার ধারণ করেছে। সামনে ঈদুল ফিতরে তীব্র যানজেটে নগরবাসী ভোগান্তিতে পড়বে। তাই দ্রুত এই যানজট নিরসনে ব্যবস্থা নিতে আহবান জানান। এছাড়াও আসন্ন বর্ষা মওসুমে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি। কারণ বিগত দিনে সামান্য বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা দিন দিন কুমিল্লার দুঃখে পরিণত হয়েছে। সরকার এইসব সমস্যা সমাধানে অর্থ বরাদ্দ দিলেও অপরিকল্পিতভাবে ড্রেন, সড়ক ও ভবন নির্মাণ করে অর্থ অপচয় করছে। এক শ্রেণির কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদার নামধারী কিছু ব্যক্তি লুটেপুটে খাচ্ছে। কিন্তু নগরীর উন্নয়ন কোনভাবেই হচ্ছে না।
এদিকে ব্যাংক ও ট্যাংকের শহর কুমিল্লায় ভূমিদস্যুদের কারণে তা আজ হারিয়ে যাচ্ছে। শহর ও শহরের আশপাশের পুকুর ও দিঘী ভরাট করে পরিবেশ ধ্বংস করছে। পুকুর ও দিঘী ভরাটকারী এসব ভূমিদস্যুদের চিহ্নিত করে ব্যবস্থা নিলে কুমিল্লার ঐতিহ্য রক্ষা হবে।
রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমা আশরাফী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ ও কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রমুখ