নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার গোমতী নদীর পাশ্বে পাঁচথুবী ইউনিয়নে ১২শ’বছরের তিনটি পুরাকীর্তির সন্ধান মিলেছে। পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে মোহন্তরাজার বাড়ি, শরীফপুরে , বৈষ্ণব মুড়া ও বসন্তপুর গ্রামে বসন্তপুরের বসন্ত রাজার বাড়ি।
২০২১ সালে প্রত্নতত্ত্ব অনুসন্ধানে অধিদপ্তরের সাবেক আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মুর্শেদ রায়হান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষণা সহকারী মো. ওমর ফারুক, নূর মুহাম্মদ ও সার্ভেয়ার চাইথোয়াই মার্মা পুরাকীর্তি গুলো পরিদর্শন করেন। ৬ এপ্রিল, ২০২২ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, কুমিল্লার প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান দল কর্তৃক কুমিল্লার পাঁচথুবীর মন্তের (মহন্তের) মুড়া প্রত্নস্থানে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত-এর অনুমতিক্রমে এবং সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাস্থল পাঁচথুবীর মন্তের (মহন্তের) মুড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে।