মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার (১১ এপ্রিল) ভোর রাত ৪টায় সৃষ্টি কাল বৈশাখী ঝড়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে। বিভিন্ন স্থানে গাছপালা পড়ে বৈদ্যুতিক খুটি ভেঙ্গে, বৈদ্যুতিক তার ছিড়ে ও অন্যান্য সরঞ্জাম ভেঙ্গে ক্ষয় ক্ষতি হয়েছে। সোমবার সারাদিন স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যার সৃষ্টি হয় পল্লী বিদ্যুৎ বিভাগের। তবে বিকেল ৩টা থেকে কমলগঞ্জে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে কমলগঞ্জের আকাশে ঘন মেঘে জমে ভারী গর্জনসহ বিদ্যুৎ চমকাতে থাকে। সোমবার ভোর ৪টায় আকস্মিকভাবে বৃষ্টিসহ শুরু হয় কাল বৈশাখী ঝড়। এ ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে পড়ে। অনেক স্থানে গাছ ভেঙ্গে বৈদ্যুদিক তারের ওপর পড়ে তার ছিড়ে যায়। এ অবস্থায় ভোর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সোমবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বের হয়ে ক্ষতি গ্রস্ত এলাকার লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করেন। ফলে সারা দিন কয়েক দফা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, ঝড়ে ১১ কেভি লাইনের ৩ টি খুটি ভেঙ্গে পড়ে। বেশ কিছু স্থানে গাছ ভেঙ্গে বৈদ্যুতিক তারের ওপর পড়লে তার ছিড়ে যায়। অসংখ্য স্থানে বৈদ্যুতিক লাইনের কসাম ভেঙ্গে যায়। সকাল থেকে বিদ্যুৎ কর্মীরা বের হয়ে ক্ষতি গ্রস্ত এলাকা মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করেন। ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইন কয়েক দফা বন্ধ থাকায় সোমবার দিনে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে। তার হিসেবে গড়ে সারা দিনে এক থেকে দেড় ঘন্টা বিদ্যুৎ ছিল না। তবে বিকেল ৩টা থেকে কমলগঞ্জে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।