মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে দেলোয়ার বয়াতি (৪০) নামে এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব-৮।
সোমবার রাত সাড়ে ৮ টার সময়ে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মাদবর মটরস এর পূর্ব পাশের রাস্তা থেকে হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় দেলোয়ারকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার আমতলী উপজেলার কালিপুরা গ্রামের জালাল বয়াতির ছেলে।
র্যাব-৮ পটুয়াখালী এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর সময়ে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে তল্লাশি করে তার থেকে ২৪ গ্রাম হেরোইন, পাঁচশত টাকা,মোবাইল ও সিম জব্দ করা হয়েছে।জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা।ওই মাদক ব্যবসায়ী এলকায় বসবাস করে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।এ ব্যাপারে র্যাব বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।