ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে মো: এস,এম কনি মিয়া (বিপিএম) যোগদান করে দায়ীত্ব ভার গ্রহন করেছেন। গত মঙ্গলবার রাতে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের কাছ থেকে তিনি দায়ীত্ব বুঝে নেন। এ লক্ষ্যে ডুমুরিয়া থানা প্রশাসনের পক্ষ হতে নবাগত এবং বিদায়ী ওসি’র সৌজন্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় উপস্হিত ছিলেন অফিসার ইনচার্জ(তদন্ত) মুহাঃ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ(অপারেশন)মোঃ ইমদাদুল হক,থানা সেকেন্ড অফিসার লক্ষণ চন্দ্র দাস,এসআই হাফিজুর রহমানসহ থানায় কর্মরত অফিসার ও কন্সটেবলবৃন্দ উপস্হিত ছিলেন।
সভায় নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বাংলাদেশ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক আদেশে নড়াইল জেলার কালিয়া থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোঃ কণি মিয়া কে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হয়। অপর দিকে ডুমুরিয়া থানায় কর্মরত ওসি মোঃ ওবাইদুর রহমান কে পরবর্তি পদায়নের জন্যে মেহেরপুর জেলা পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নবাগত ওসি কনি মিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করে রাতে বিদায়ী ওসি ওবাইদুর রহমানের কাছ থেকে দায়ীত্ব ভার বুঝে নেন।
প্রসঙ্গত: নবাগত ওসি কনি মিয়া ২০১৬ সাল হতে ২০২০ সাল পর্যন্ত খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে দায়ীত্ব পালন শেষে নড়াইল জেলার কালিয়া থানায় ওসি হিসেবে যোগদান করে দায়ীত্ব পালন করেন।