কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার ইমাম পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে পবিত্র রমজানে ছাদকাতুল ফিতরা নির্ধারণের জন্য এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল ১১ টায় শহরের বড়বাজার জামে মসজিদে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব বরেণ্য আলেম দ্বীন প্রিন্সিপ্যাল মাওলানা মাহমুদুল হক।
বৈঠকে ইমাম পরিষদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন লালদিঘী জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা ইউনুস ফরাজী। জাতীয় ইমাম সমিতির পক্ষে প্রতিনিধিত্ব করেন জাতীয় ইমাম সমিতির সভাপতি ও বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন।
বৈঠকে বাজার দর যাচাই-বাছাই করে ১৪৪৩ হিজরির চলতি পবিত্র রমজান মাসে সর্বনিন্ম ছদকায়ে ফিতর ৭৫/ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১০০০/ (এক হাজার) টাকা মধ্যম ও সর্বোচ্চ ১,২০০/ (বার শত) টাকা ছদকায়ে ফিতর নির্ধারণ করা হয়।
ওলামায়ে কেরামের সর্বসম্মত মতে এই তিন মানের ছদকায়ে ফিতরের যে কোন একটি সামর্থ অনুযায়ী আদায় করা যাবে।
বৈঠকে কক্সবাজার ইমাম পরিষদ ও জাতীয় ইমাম সমিতির সদস্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।