মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর ঐতিহ্যবাহী উরিশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বৈশাখী উৎসব পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনভর এক জমকালো আয়োজনে বিদ্যালয়ের অডিটরিয়াম কক্ষে ওই অনুষ্ঠান উৎযাপিত হয়।
উরিশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন এডভোকেট আবুল কালাম আজাদ। শিক্ষক মাওলানা খন্দকার ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন,মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, বাঁশকাইট পি, জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার, পাঁচপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.জসিম উদ্দিন সরকার, পাহাড়পুর ইউনিয়ন যুবলিগের সভাপতি মো. লিটন সরকার ও সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষকগণ।
আলোচনা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন।