কুমিল্লা প্রতিনিধি //
পবিত্র মাহে রমজানের ফজিলত ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার কুমিল্লা মহানগর শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির প্রধান কার্যালয়ে নগরীর মনোহরপুর এলাকায় আলোচনা সভা,ইফতার ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, পবিত্র রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মি শক্তি অর্জনের জন্য চমৎকার একটি মাস। এ মাসে মানুষের মানবিক দুর্বলতা যেমন- কামনা-বাসনা, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, গীবতসহ ইত্যাদি দূর করার প্রশিক্ষন পাওয়া যায়। এ মাসে রহমত, মাগফেরাত এবং নাজাত লাভের মধ্য দিয়ে আল্লাহর একজন খাঁটি বান্দা হওয়া যায়। তারা আরো বলেন, তাকওয়ার চাদর দিয়ে নিজেকে আবৃত করার মাস হল রমজান।
এসময় সমিতির সভাপতি প্রভাষক মোহাম্মদ ওয়াসিম,সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম,,মো. জাহাঙ্গীর আলম,মো. আনোয়ার হোসেন,কাজী নাঈমুল ইসলাম,সাধারন সম্পাদক মো. আতিকুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক শাকিল,সাংগঠনিক সম্পাদক মো. নাছির হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম রেজাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।