মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপরদিকে পকেট কমিটির অভিযোগে সম্মেলন বানচাল করতে প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপির এক অংশ।
গত ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার রাজারামপুর স্কুল মাঠে সম্মেলনস্থলের পাশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শনিবার উপজেলার রাজারামপুর স্কুল মাঠে আমরুল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে সম্মেলন বানচাল করতে প্রতিবাদ মুখর হয়ে উঠে ইউনিয়ন বিএনপির এক অংশের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় সম্মেলনের একদিন আগে সম্মেলনস্থলের পাশে প্রতিবাদ সভা করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির গঠনতন্ত্র না মেনে ক্ষমতাসিনরা তৃণমূল ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করে ব্যক্তিস্বার্থে গোপনে ঘরে বসে তারা ওয়ার্ড কমিটি করেছে। সেই অবৈধ ওয়ার্ড কমিটির মাধ্যমে ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করে নিজের পছন্দের লোকজন নিয়ে তারা ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা করছে। কিন্তু তাদের এই এক তরফা কর্মকান্ড মেনে নেয়া হবে না। যে কোন উপায়ে এই সম্মেলন প্রতিহত করা হবে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মমিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহসিন আলী লেবু, ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আইবর রহমান, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি আলহাজ্ব আজকার আলী, ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল খালেক দুদু, ৯নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা সুজন মাহমুদ, আব্দুল হাকিম, তোতাম উদ্দিন, আলমগীর হোসেন, আব্দুর রহিম পিন্টু, আতিকুর রহমান, সামছুল আলম, তোতা মিয়া, মাহফুজার রহমান মাফু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহমত আলী, সদস্য সাজেদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম সবুজ, সদস্য সেলিম, সোহেল রানা, ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সংস্কৃতিক সম্পাদক শাহি আলম তরুন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহবায়ক মিলন, লিটন মিয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদ হাসান সাম্মু, ছাত্রদল নেতা রাব্বি, পিয়াস প্রমুখ।
এবিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বজলুর রহমান নিলু জানান, শনিবার সম্মেলনের কথা তিনি জানেন। এর বাহিরে তিনি কিছু জানেন না।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট সাইফুল ইসলাম জানান, সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন হবে। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটি গঠন করা হবে।