এইচ এম সাগর,খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলা জুড়ে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। সবেমাত্র গরম পড়তে শুরু হয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের পুকুর-জলাশয় খাল গুলোয় পানি সংকট। দীর্ঘ সময় ধরে নলকূপ চেপে শরীরের ঘাম ঝরলে উঠছে না পানি। পানির তীব্র সংকট দেখা দিয়েছে গোটা উপজেলা ব্যাপী।
শুধু উপজেলা নয়,পাশবর্তী উপজেলা গুলোতেও একই খবর শোনা যাচ্ছে। প্রতি বছর এই সময় পানির তীব্র সংকট দেখা দেয় গ্রাম অঞ্চলে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণেই বিভিন্ন নলকূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। অনেক সময় নলকূপের ভিতরে পানি দিয়ে চেপে চেপে পানি তুলতে হচ্ছে। অনেকে নিজ নিজ উদ্যোগে বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা ডুমুরিয়া ও পাইকগাছা থেকে ২০/২৫ কেজি টপের পাত্রে ৩০ টাকা দরে পানি কিনে খাচ্ছে। আবার কেউ কেউ পুকুরের পানি বাড়িতে রেখে সেগুলো রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে।
আর এসব কারণেই প্রতি বাড়িতে কিছু-না-কিছু পানিবাহিত রোগ লেগেই রয়েছে। বেড়েছে ডায়রিয়ার সহ নানাবিধ রোগের প্রকোট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মহিলারাদের পানি সংগ্রহ করতে হচ্ছে। বিভিন্ন ফিল্টার গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়,ফিল্টার গুলোর অবস্থা খুবই নাজুক। অধিকাংশ ফিল্টারের অবস্থায় ভালো না। কিছু কিছু ফিল্টার ভালো থাকলেও সেগুলোর তদারকি না করার কারণে সেগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অসংখ্য মহিলা বলেন,পানি নিতে গিয়ে আমাদের এমনকি হাতাহাতি হওয়ার ঘটনা ঘটে। লাইনে দাঁড়িয়ে পানি নিতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
গভীর রাতে এসে লাইনে দাঁড়াতে হয় পানির জন্য। এভাবে পানি নিতে হয় আমাদের। উপজেলায় বর্তমানে পানির সংকট দেখা দিয়েছে তীব্র আকার। উপজেলার কিছু কিছু এলাকায় পানি সমস্যা না থাকলেও সেখানে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। অধিকাংশ টিউবওয়েলের পানিতে দেখা যায় আর্সেনিক। উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে মাঝেসাজে দায়সারা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এভাবে বটিয়াঘাটা উপজেলাবাসিকে প্রতিনিয়ত বিশুদ্ধ পানি সংকটে ভুগছে।
একদিকে পবিত্র মাহে রমজান,আর অন্যদিকে চৈতের প্রচন্ড গরম। হিমশিম খাচ্ছে মানুষ। জলবায়ূ পরিবর্তনের কারণে ভূ-গর্বস্থ পানিতে লবণ ও আয়রণের পরিমান বৃদ্ধি পাচ্ছে। গ্রীষ্ম কালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তীব্র পানির সংকট দেখা দেওয়ায় খুলনা নাগরিক ঐক্যে পরিষদ শাখা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন,চলতি মৌসুমে ২৮-৩৫ ফুট পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উত্তোলন কঠিন হয়ে পড়েছে।
সংগঠনের খুলনা নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মো. জাকির হোসেন ও সদস্য সচীব কাজী মোতাহার রহমান বাবু বলেন,পানির এই সমস্যা অচিরেই সমাধান হওয়া জরুরি দরকার। তারা এই নিরসনের আহবান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
বটিয়াঘাটা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা রুনা আক্তার সুমি বলেন,সরকার বিশুদ্ধ পানি সরবরাহ ও পানি সংকটের বিষয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । তাছাড়া গ্রামাঞ্চলে পরিত্যক্ত সরকারি পুকুর খনন ও ফিল্টার সংস্কারের জন্য ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।
বটিয়াঘাটায় চলছে পানির জন্য হাহাকার! লাইনে দাঁড়িয়ে পানি নিচ্ছে মহিলারা। গতকাল সকালে উপজেলার বারোআড়িয়া কলেজের পাশে অবস্থিত রাজীব মন্ডলের বাড়ির ফিল্টার থেকে ছবিটি তোলা হয়।