নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
দুধ, মুদি, মাংস, ফল এবং কসমেটিক্সের দোকানে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা শাখা। শনিবার (১৬ এপ্রিল) কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
তিনি জানিয়েছেন, রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল এবং কসমেটিক্সের দোকানে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দুধে পানি মেশানোর দায়ে দুধ ব্যবসায়ী আব্দুল আলীমকে তিন হাজার টাকা, ওজনে কম দেওয়ায় মায়ের দোয়া খাসির দোকানকে দুই হাজার টাকা, অনুমোদনহীন বিদেশী কসমেটিক্স বিক্রি করায় আক্তার স্টোরকে আট হাজার টাকা এবং জুবায়ের স্টোরকে চার হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ভোক্তা অধিকার বিরোধী কোন কর্মকাণ্ডে যদি ব্যবসায়ীরা জড়িত থাকার প্রমাণ মিলে তাহলে ব্যবস্থা নেয়া হবে। তাই সবাইকে সতর্ক হতে বলা হচ্ছে।