মোঃ সোলায়মান হাওলাদারঃ
বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ তীব্র দহনে ঝালকাঠি জেলাসহ আশেপাশের অনেক জেলায় জনজীবন অতিষ্ঠ একটু শীতলতার খোঁজে ছুটে ফিরছে মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরা।
সেই সাথে অসহায় হয়ে পরেছে প্রাণীকুল।
অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপদাহ,কাঠফাটা রোদ আর অসহনীয় গরমে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না। অনেকেই স্বস্থির আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।
সকলেই যেন তীব্র গরমের যন্ত্রনায় ছটফট করছে। ২/৩ দিনের তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। দিনে মাথার উপর সূর্যের প্রখর রোদের তাপ আর রাতের বেলায় ঘরের ভেতর গরম বাতাসের ভ্যাপসা গরম।
স্বস্তি মিলছে না কোথাও দিনে বা রাতে।
দিনমুজুরসহ রাস্তার খেটে খাওয়া মানুষগুলো গরমে আর শ্বাস তুলতে পারছেনা,তীব্র গরমে তাদের অবস্থা বেহাল,তবু জীবন আর পেটের তাগিদে তীব্র গরম অপেক্ষা করে কাজ করতে হচ্ছে।