বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার ফকিরহাটে ইলিশ পাইকারী বিক্রির জন্য পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সহস্রাধিক মৎস্যজীবীরা। গত ১৮ এপ্রিল সোনকাটা (ফকিরহাট) উপ-মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সোনকাটা (ফকিরহাট) উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের রাস্তায় কয়েক হাজার মৎস্যজীবীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের এর মাধ্যমে বিএফডিসি চেয়ারম্যান বরাবরে পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
এ দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেন তালতলীর উপজেলা শ্রমিকরা, সোনকাটা(ফকিরহাট) মৎস্য আড়তদার মালিক সমিতি, মৎস্য বাজার ঘাট শ্রমিক সহ একাধিক সেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনকাটা(ফকিরহাট) মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ও সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন, উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, মৎস্য আড়তদার মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, উপজেলার সেচ্ছাসেবি সংগঠণের আহবায়ক জিয়াউল হক রুবেল প্রমুখ।
বক্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এখানের মৎস্যজীবীদের সুবিধার্থে এবং দেশের রাজস্বের স্বার্থে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ফকিরহাট উপ-মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার স্থাপন করেন। এই সোনকাটা (ফকিরহাট) মৎস্য অবতরণ দেশের বড় একটি অর্থনীতির ভূমিকা রাখছে এখানকার মৎস্যজীবীরা। ফকিরহাটের জেলেরা বঙ্গোপসাগরসহ তৎসংলগ্ন বলেশ্বর, বিষখালী ও পায়রা নদী থেকে আহরিত করে সামুদ্রিক মাছ বিক্রি করা হচ্ছে পাথরঘাটা বিএফডিসিতে। এতে জেলেদের ও আড়তদার মালিকদের অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই সোনকাটা (ফকিরহাট) পূর্ণাঙ্গ বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র হলে প্রতি বছর সরকার এখান থেকে কোটি কোটি টাকার রাজস্ব আহরণ করতে পারবে।