খুলনা প্রতিনিধি
নানাবিধ অনিয়ম ও দুর্নীতির সুনিদিষ্ট অভিযোগ থাকায় খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক বহুল আলোচিত সাহিত্য স্বাধীণতা পুরস্কার পাওয়া এবং পরে বাতিল হওয়া আমীর হামজার পুত্র আসাদুজ্জামান এবং প্রশাসনিক কর্মকর্তা মহাবুবুর রহমানের অফিসে হঠাৎ দুর্নীতি দমন কমিশনের একটি টিম অভিযান চালায়। এবং তাদের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করেন।
বিষয়টি নিশ্চিত করেন দুদক খুলনা উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ। তিনি বলেন,প্রধান কার্ষালয়ের নির্দেশে তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে বেশ কিছু কাগজ জব্দ করা হয়েছে। আরো কিছু কাগজপত্র পাওয়া যায়নি,যা তাদের কাছে চাওয়া হয়েছে । কাগজপত্র পরীক্ষা নীরিক্ষা করে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঐ কর্মকর্তা। সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী বরাদ্দ কৃত টাকাও এখানে নয় ছয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য জেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত প্রশাসক এবং প্রধান নির্বাহী বিসিএস ক্যাডারে কর্মকর্তা হওয়ার পরেও তিনি জেলা পরিষদ হতে প্রকাশিত দৈনিক খুলনার পত্রিকার সম্পাপক ও প্রকাশক। পিতার সাহিত্যতে স্বাধীনতা পদক পাবার জন্য তিনি আবেদন করে ছিলেন। যা নিয়ে বির্তক সৃষ্টি হলে পরবর্তীতে সেই পদক বাতিল করা হয়।
এ বিষয়ে খুলনা জিলা পরষিদরে প্রধান নির্বাহী র্কমর্কতা মো. আছাদুজ্জামান বলনে,অভেিযাগ পেয়ে দুদকরে একটি টিম দুপুরে আজ সোমবার অফিসে আসেন তারা।