নিজস্ব প্রতিবেদক
” আমাদের বন্ধন হউক সকলের তরে, সকল বন্ধু জুড়ে, প্রতি বছর ঘুরে ” ওই শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নিউমার্কেট কয়লা রেস্তোরাঁয় আয়োজন করা হয, দেবীদ্বার রেয়াজউদ্দীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের (এসএসসি) শিক্ষার্থী ব্যাচ এর ইফতারপার্টি। ওই সময় বিদ্যালয়ের সেরা ব্যাচ ২০০০ সালের সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন।
২০০০ সালের ব্যাচ’র ডাক্তার, ইন্জিনিয়ার,শিক্ষক, সাংবাদিক, কাউন্সিলর,পুলিশসহ বিভিন্ন পেশায় কর্মরত ওই বন্ধুমহল দেশের সুনাগরিক হয়ে স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষায় মানবের তরে একে অপরের পরিপূরক হয়ে সব সময় কাজ করার অঙ্গিকারবদ্ধ হন।
ইফতারের পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্য সংক্ষিপ্ত আলোচনা করেন- ওই ব্যাচ এর ইন্জিনিয়ার মোঃ ছিদ্দিকুর রহমান, প্রোডাকশন ম্যানেজার বাটা, ইন্জিনিয়ার ইব্রাহিম খলিল টিপু, টেকনিক্যাল ডিরেক্টর Asutex, ইন্জিনিয়ার কবির আহাম্মেদ প্রজেক্ট ম্যানেজার (এনারজি প্যাক),আশিকুর রহমান সরকার সহকারী শিক্ষক, গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আবদুল কাদের কমিশনার দেবীদ্বার পৌরসভা ১নং ওয়ার্ড,মোঃআরিফুল ইসলাম (সাংবাদিক), মোঃ মামুন মিয়া এসিস্টেন ম্যনেজার(বিটানিয়া), মোঃ সোহেল হাসান ভূইয়া,বিশিষ্ট ব্যাবসায়ী ঢাকা, মোঃ বিল্লাল হোসেন ডালিম স্বাস্থ্য সহকারী দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! মোঃনাইমুল হাসান বিশিষ্ট ব্যাবসায়ী, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ছাইদুর সুমন, মোঃগোলাম রাব্বিসহ আরোও অনেকে। পরে এ আর আহমেদ হোসাইন’র সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে সকলের জন্য কল্যান করে বিশেষ দোয়া করা হয়।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৮০ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে, রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। এর মধ্যে ২০০০ সালের এসএসসির ব্যাচ ওই বিদ্যালয়ের সেরা।