নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দেবীদ্বারে হাড়ভাঙ্গা হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ জসীম চেয়ারম্যানের স্ত্রী এবং ডাক্তার মানছুরুল হক’র মায়ের জানাযা সম্পন্ন করা হয়েছে। জানাযা শেষে ইউছুফপুর গ্রামের তার পারিবারিক কবর স্থানের স্বামীর করবের পাশে দাফন করা হয়।
ডাক্তার মানছুরুল হক’র মা মোসাৎ আজ্জমের নেছা বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় ব্রেন হ্যামারেজ) জনিত কারণে জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর।
মরহুমের প্রথম জানাযা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় চান্দিনা রোডস্থ হাড়ভাঙ্গা হাসপাতালের জামে মসজিদে অনুষ্ঠিত হয়।পরে দুপুর ২ টা ৩০ মিনিটে ইউসুফপুরের কেন্দ্রীয় ঈদগা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মৃতকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে নাত – নাতনীসহ বহুগুনগ্রাহী রেখে যান।
জানাযাকালে আমাদের দেবীদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় মরহুমার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, মরহুমার বড় ছেলে অ্যাড.মাজহারুল হক মামুন,কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী মাহতাব শামস্,কুমিল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইব্রাহিম, ইউসুফপুর গ্রামের শাহআলম মুন্সী,অব: পুলিশ আবদুল হালিম,সাবেক মেম্বার মো ইউসুফ,ঢাকাস্থ ইউসুফপুর উন্নয়ন ফোরামের সভাপতি ফখরুল আলম প্রমুখ।
জানাজা ও দাফন শেষে দোয়া পরিচালনা করেন, সোনাকান্দা দরবারের মাওলানা কাজী হাবিব।