1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড ক্ষমা চাইতে হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা বিএনপির এক সপ্তাহের আলটিমেটাম দেবীদ্বারে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দম্পতি আটক লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ পড়ে চা দোকানীর স্ত্রীর মৃত্যু দেবীদ্বারে মোহতামিমকে বের করে মাদ্রাসায় তালা: পাঠদানে ব্যহত :অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ বুড়িচংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু ফরিদগঞ্জে চুরি হওয়া পুলিশের পিস্তল ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার- ২ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

খুলনার রূপসায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে শিশু শিক্ষা প্রতিষ্ঠান!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

এইচ এম রোকন,রূপসা খুলনা

রূপসায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নামীয় নামে বেনামে কিন্ডারগার্টেন।অধিকাংশ কিন্ডারগার্টেনে সরকারী সুনির্দিষ্ট নীতিমালার তোয়াক্কা না করেই নিজেদের মতো করে পরিচালনা করছে।কিন্ডারগার্টেনের সাইনবোর্ড অনুযায়ী দেখা যায় এসব প্রতিষ্ঠানে প্রি-প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। অথচ বেশিরভাগ প্রতিষ্ঠানেরই নেই প্রাথমিক (ডিপিই) কিংবা মাধ্যমিক উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের অনুমোদন। অনেকাংশে নেই মানসম্মত শিক্ষার অনুকূল পরিবেশও।এতে একদিকে যেমন পড়াশোনার মান ক্রমশঃ কমে যাচ্ছে অপরদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে।তাছাড়া এই স্কুলগুলোতেই পাঠ্যপুস্তক বোর্ডের বাইরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাড়তি বই। এতে ক্ষুদে শিক্ষার্থীদের কাঁধে বাড়ছে বইয়ের বোঝা। বাড়তি বইয়ের জন্য অভিভাবকদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। করোনাকালে নানা সংকটে এ ধরনের অনেক স্কুল বন্ধ হলেও এখন আবার চালু হচ্ছে।এদিকে উপজেলার বিভিন্ন অলি-গলিতে কিন্ডারগার্টেনের সাইনবোর্ডে দেখতে পাওয়া স্কুল গুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি নিজস্ব ভবনে পরিচালিত হলেও বেশী সংখ্যক পরিচালিত হচ্ছে ভাড়া বাসা-বাড়িতে। এসব কিন্ডারগাডের্টনে বেশীর ভাগ শ্রেণিকক্ষেই নেই পর্যাপ্ত আলো বাতাস। নেই কোন খেলার মাঠ বা প্রসস্ত জায়গা।এতে করে বিকশিত হতে পারছে না কোমলমতি শিশুদের মেধা। শারীরিকভাবেও দুর্বল হয়েই বেড়ে উঠছে।অথচ এসব কিন্ডারগার্টেন পরিচালকরা সকল প্রকার উন্নত সুযোগ-সুবিধা ও শিক্ষার মনোমুগ্ধকর প্রচার-প্রচারণায় অভিভাবকদেরকে আকৃষ্ট করে তাদের শিশু সন্তানদের ভর্তির মাধ্যমে ইচ্ছেমাফিক অর্থ হাতিয়ে নিচ্ছে।যেখানে জাতির ভবিষ্যৎ নির্মাতা শিশুরা। শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং সামাজিক শিশুই নির্মল পৃথিবী গড়তে পারে। আর শিশুর সুন্দর শৈশব এবং অনাবিল ভবিষ্যতের জন্য দরকার সঠিকভাবে বেড়ে ওঠা। লেখাপড়া, খেলাধুলা এবং সুন্দরভাবে তার জীবনকে আনন্দময় করতে স্বাভাবিক জীবন একান্ত কাম্য। শৈশবেই শিশুর মেধা বিকাশের সময়। আর এ সময়ে সঠিকভাবে শিক্ষা নিয়ে গড়ে ওঠা শিশুই আগামী দিনের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। তবে বিশেষজ্ঞরা বলছেন,কিন্ডারগার্টেনের শিক্ষাব্যবস্থা শিশু বান্ধব নয়।পরীক্ষা ও পাঠ্যবই প্রয়োজনের চেয়ে বেশি। লেখাপড়ার অতিরিক্ত চাপ শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।তাছাড়া পরীক্ষা খুব বেশি। আর প্রচুর বই বেশি থাকায় ব্যাগের ওজন বেশি হচ্ছে, এতে শিশুর শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে। এ ছাড়া বেশি বইয়ের কারণে লেখাপড়ার অতিরিক্ত চাপ মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিশুরা এখন লেখাপড়াকে ভয় পায়,লেখাপড়া থেকে আনন্দটা হারিয়ে গেছে।অতিরিক্ত পরীক্ষাগুলোর জন্যও পড়াশোনার আলাদা প্রস্তুতি, মডেল টেস্ট, কোচিং ইত্যাদিতে ব্যস্ত হয়ে যেতে হচ্ছে শিশুদের। ফলে শিশুদের ওপর পড়াশোনার চাপ আরও বেড়ে যাচ্ছে।তাদের মতে, শিশুদের পড়াশোনা হওয়া উচিত বিনোদননির্ভর, যাতে শিশুরা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। সিলেবাস এমনভাবে তৈরি হওয়া উচিত যেখানে বিনোদনের বিষয়টি সম্পৃক্ত থাকে।অন্যথায় অতিরিক্ত বইয়ের চাপ তাদের মাথায় অনেক ওজন হয়ে শিশুটি ধীরে ধীরে পড়াশোনায় ভয় পেতে শুরু করে। কিন্তু অধিকাংশ অভিভাবকই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন না।লেখাপড়া না করলে তারা বকাঝকা এমনকি মারধরও করেন, যা শিশুর মধ্যে বিরূপ মনোভাব তৈরি করে।শিক্ষা গবেষকদের মতে,কিন্ডারগার্ডেন স্কুল গুলোতে শিশুদের পাঠদানের পুরো পদ্ধতিই নতুন করে ঢেলে শিশু উপযোগী করা উচিত। যাতে করে শিশুরা আনন্দের সঙ্গে পড়তে পারে। এ ছাড়া অতিরিক্ত পরীক্ষার চাপ থেকে শিশুদের মুক্ত করতে হবে।সঠিক দিকনির্দেশনা যেমন শিশুকে আগামী দিনের একজন সফল মানুষ হিসেবে তৈরি করতে পারে, তেমনি ভুল নির্দেশনাও একটি শিশুকে পথভ্রষ্ট করে ফেলতে পারে।সরেজমিন ঘুরে উপজেলার কয়েকটি কিন্ডার গার্ডেনের সাইনবোর্ডে দেখা গেছে এখানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় তবে রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন বলেন, কেজি স্কুলগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।তাছাড়া এ উপজেলায় আমার জানামতে কোনো কিন্ডারগার্টেন স্কুলে ৬ষ্ট শ্রেণীতে অধ্যায়ন করা হয়না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০