বটিয়াঘাটা( খুলনা) প্রতিনিধি
মধ্যপানে বাধা দেওয়ায় এবং পুর্বশক্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চরপাড়া এলাকায় খলিল গাজীর পুত্র মামুন গাজী গতকাল শনিবার বেলা ৩টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, উক্ত গ্রামের উছানুর জদ্দারের পুত্র রাজু জদ্দার, সিদ্দিক শেখের পুত্র তৌহিদ শেখ, খোকন শেখের পুত্র সবুজ শেখ, ইছানুর জদ্দার পুত্র রকিব জদ্দার,আজিজুল শেখের পুত্র নুর ইসলাম শেখ ও তৌহিদ শেখের পুত্র নুর জামান শেখ মিলে গত ৬ মে বেলা সাড়ে ৩ টার দিকে দা,লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে আমার স্ত্রী ময়না বেগমকে বেদম মারপিট করে তার মাথা ফাটিয়ে দেয় ও তলপেটে লাথি মেরে মারাত্মক জখম করে। দুবৃত্তরা ঘরে প্রবেশ করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অপর পক্ষ একটা অভিযোগ দায়ের করেন। এস আই এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করলেও দুবৃত্তদের ভয়ে স্বাক্ষীরা স্বাক্ষী দিতে সাহস পাচ্ছে না। বিবাদীরা দুরদর্শ লোক হওয়ায় আমি ও আমার পরিবার পরিজন তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছিনা। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়না বেগম,রাজিয়া বেগম, খলিল গাজী, উজ্জ্বল মন্ডল ও আবু নোমান।