খুলনা জেলা প্রতিনিধি
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ডুমুরিয়া উপজেলার মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র মোঃ জিয়াউল ইসলাম মিঠু। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা নৌবাহিনী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মাসুদ আলম গোলদার। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র নাজমুল ইসলাম বাবু, এসএম ফরিদ রানা, আসাদ গাজী ও জিএম রোকনুজ্জামান রানা। মোক্তারুজ্জামান সবুরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা কামাল, খাদিজা খাতুন, পলাশ কুমার রায়, এসএম গোলাম রব্বানী, বিএম আবুল বাশার, নিউটন মন্ডল, পল্লব দাশ, ইমরান হোসেন, তুফান গাজী, প্রান্ত শীল,আকাশ, তানভীর, জাফর ইকবাল, সাইফুর রহমান, ইমদাদুল হক, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,, জাহিদ খান, মুকিত, শরিফুল, ইমদাদুল হক, রিমন শেখ, সুদেব বিশ্বাস, গোবিন্দ, ওয়াহিদুজ্জামান, আবু হুরায়রা, আল আমিন, সেলিম গোলদার, ইসরাত জাহান সেতু, হানজালা সেখ, ভূপাল কুমার রায়, হাসিব সর্দার, তাছলিম হাসান নাঈম, তুফান গোলদার, মোঃ রিয়াজুল ইসলাম।
সভায় আগামী ঈদুল আজহার পর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান সু-সম্পন্ন করার লক্ষে সর্বসম্মতিক্রমে শেখ জিয়াউল হক মিঠুকে আহবায়ক, মোস্তফা কামাল, জিএম রোকনুজ্জামান, এসএম ফরিদ রানা, এ্যাডঃ মোঃ খালিদ হোসেন ও মোক্তারুজ্জামন সবুর কে যুগ্ন আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। প্রয়োজনে আরও সদস্য বর্ধিত করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।