আছিয়া খাতুন ঝিনুক,বটিয়াঘাটা প্রতিনিধি
আজ রবিবার সকালে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হলো বটিয়াঘাটায় মা দিবস। আজ রবিবার সারাদিন বটিয়াঘাটা উপজেলায় ছিলোমা দিবসের বিভিন্ন আয়োজন।
উপজেলা মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পালিত হয় মা দিবস।
বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,
বটিয়াঘাটা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা রুনা আক্তার সুমি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের মহিলা কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মা দিবসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়।
সামাজিক যেগাযোগ মাধ্যমগুলোয় মা নিয়ে সন্তানদের অনুভূতি প্রকাশ করে ছবি ও নানা লেখায় ফুটে ওঠে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা ও আবেগের প্রকাশ। অনেকে মাকে পছন্দের বিভিন্ন উপহারও দিয়ে থাকেন।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে দিবসটি পালন শুরু হয়। বিশেষ দিনটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়।