পাবনা সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় মজুতকারী অসাধু ব্যবসায়ী শ্যামল পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী শহরের কর্মকার পাড়া এলাকায় শ্যামল পাল নামে ঐ ব্যবসায়ীর গোডাউনে অভিযান পরিচালনা করে পাবনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
স্থানীয়রা জানান, শ্যামল পাল ঈশ্বরদী বাজারের একজন বড় ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মুনাফার লোভে এভাবে অসাধু উপায়ে ব্যবসা করে থাকেন। দেশজুড়ে ভোজ্যতেলের দাম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। নিম্ন আয়ের মানুষ তেল কিনতে হিমশিম খাচ্ছেন। তেল নিয়ে নানা কারসাজি করায় ইতোমধ্যেই অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এমতাবস্থায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ তেল উদ্ধারের ঘটনায় শুধুমাত্র ২০ হাজার টাকা জরিমানা করায় উপস্থিত অনেককেই চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ঐ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে মনে করেন সচেতন মহল
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা ঈশ্বরদীর নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান জানান, অভিযানকালে ১০ হাজার লিটার খোলা সয়াবিন তেল, ১২’ শ লিটারের বেশি বোতলজাত তেল ও ৭ হাজার লিটার সরিষার তেল উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পাবনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জহিরুল ইসলাম। তবে জরিমানার বিষয়ে স্থানীয়দের ক্ষোভ প্রকাশের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।