আশরাফুল ইসলাম গাইবান্ধা
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ ইপিজেড স্থাপনের বিষয়ে আদিবাসীসহ সর্বস্তরের প্রতিনিধিগণের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজা’র নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান, বেপজা’র প্রকল্প পরিচালক আশরাফুল কবীর, প্রকৌশলী ফারুক আহম্মেদ ও সাঁওতাল নেতৃবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ সৈয়দ সামস-উল আলম হিরু, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দসহ আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রংপুর সুগার মিল কর্তৃপক্ষ বলছেন তাদের অধিগ্রহণকৃত জমি। তাই বেপজাকে হস্তান্তর করা হয়েছে। এখানে সাঁওতালদের কোন অধিকার নেই। অন্যদিকে সাঁওতাল আদিবাসীদের দাবী তাদের বাপ-দাদাদের এই জমি ফিরিয়ে চান তারা। এব্যপারে বেপজা’র চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই এলাকার উন্নয়নে কিছু একটা করতে হবে। তাই এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড দরকার।
উল্লেখ্য,গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশের ১১তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে ইপিজেড বাস্তবায়ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।