নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের স্বর্নকার পাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক হলেন- দৈনিক আমাদের নতুন সময় ও অর্থনীতি পত্রিকার উত্তর জেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ সোহেল রানা ও দেবীদ্বার মাই টিভির ক্যামেরা পার্সন এবং কুমিল্লা টেলিস্কোপের সম্পাদক ইসহাক।
আহত সংবাদকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরকামতা এলাকায় জোরপূর্বক এক বাড়ি দখল করার খবর পেয়ে ঘটনাস্থলে তারা গিয়েছিলেন। সেখানে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দখলবাজরা লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায় এবং মাইটিভির ক্যামেরা, ৪টি মোবাইল, নগদ টাকা, চশমা ছিনিয়ে নেন। এসময় হালাকারিরা দু’টি মোটর সাইকেল ভাংচুর করে। হামলাকারীরা প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ রাখা হয়। পরে তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধারপূর্বক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। হাসপাতালে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এ ব্যপারে জমির মালিকানা দাবী করা কিংবা দখলদারদের কারোর বক্তব্য পাওয়া যায়নি।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাতেই দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সভাপতিত্বে এক জরুরী বৈঠক বসেন। ওই বৈঠকে হামলাকারীদে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি শোনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।