1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

Translate in

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম মুনমুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০৯ বার দেখা হয়েছে

 

তিনি পাবনা মেডিক্যাল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ দশমিক ২৫।

আজ রবিবার (৪ এপ্রিল) মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে প্রথম চার হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফল প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ( বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা জানান, এবারে মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৭৯২ জন। ছয় হাজার ৮২ জন অনুপস্থিত ছিল। মোট নির্বাচিতদের মধ্যে নারী দুই হাজার ৩৪১ জন আর পুরুষ দুই হাজার নয় জন।

চার হাজার ৩৫০ জনের মধ্যে চলতি শিক্ষাবর্ষ থেকে আছেন তিন হাজার ৯৩৭ জন। আগের শিক্ষাবর্ষ থেকে আছেন ৪১৩ জন। গত ২ এপ্রিল চলতি শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০