খুলনা ফুলতলা : এস এম মমিনুর রহমান
খুলনার ফুলতলা উপজেলার দামোদর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ওই দিনই ফল ঘোষণা করা হয়। সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০ জন প্রাথী। তাদেরকে সার্বিক সহোযোগিতার জন্য পোলিং এজেন্ট দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার একজন নির্বাচন কমিশন একজন পুলিশ দুই জন আনসার দুইজন। মোট ৮১ জন শিক্ষার্থীর ভেতর ৭৯ জন শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। বালক ২৬ জনের ভেতর ২৫ জন ভোট প্রদান করে। বালিকা ৫৫ জনের ভেতর ৫৩ জন ভোট প্রদান করে। উক্ত স্টুডেনস কাউন্সিল নির্বাচনে শিক্ষক শিক্ষিকারা সার্বিক সহযোগিতা করেন। ২০১০ সালে সর্বপ্রথম স্টুডেনস কাউন্সিল নির্বাচন শুরু হয়। কিন্তু ২০১৩ সালের পর নানা জটিলতার কারনে তা আর সম্ভব হয়নি। দীর্ঘদিন পর ২০২২ সালে আবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকা ফারহানা পারভিন জানান আমরা ঘোষনার পর ছাত্র-ছাত্রিদের কাছ থেকে গত ২৪মে মনোনয়ন আহ্বান করে। গত ২৮মে তা জমা নেওয়া হয়েছে। নির্বাচনে ৭টি পদের জন্য মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এছাড়া প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল আমাদের স্কুলের শিক্ষার্থীরাই। এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়। জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, পিজাাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সবধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। এ স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৭৯ জন শিক্ষার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন শেষে ভোট গণনা করে আমরা ফলাফল জানিয়ে দেই। ১ম হয় স্নেহা ২য় আরাফাত, ৩য় চাঁদনী , ৪র্থ চৈতি, ৫ম ঝুমুর, ৬ষ্ঠ সিহাব, ৭ম রাবিয়া উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান এই নির্বাচনের উদ্দেশ্য হল শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার সম্পর্কে তাদেরকে অবগত করা।