বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র পরশ সরকার (১০) এর আত্নচিৎকারে ২ ঘন্টা পরে ক্লাসের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্কুল কতৃপক্ষ ও স্থানীয়রা ছেলেটি তাকে উদ্ধারের পর দেখতে পায় ছেলেটি বমি ও প্যান্ট ভরে প্রোসাব করা অবম্হায় কান্নাকাটি করছে। পরে তাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে গঙ্গারামপুর গ্রামের পরশের পিতা প্রদিপ সরকার গত ৬ জুন ঘটনার সঠিক তদন্ত পুর্বক দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনে উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। লিখিত অভিযোগে জানাগেছে, প্রদিপ সরকারের পুত্র পরশ সরকার( ১০) উপজেলার গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
গত ২রা জুন ১১ টার সময় সে স্কুলে যায়। স্কুলের ক্লাস চলাকালীন সময়ে সে বেঞ্চের উপর ঘুমিয়ে পড়ে। স্কুল ছুটি শেষে শিক্ষক সুনিল মহালদার, আজাদ হোসেন, কৃষনা ও সুবর্নর অবহেলা করে স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের দিয়ে ক্লাসরুমে তালা দিয়ে স্কুল ছুটি দেয়।
স্কুল ছুটির ২ ঘন্টা পরে পরশ নামের ঐ চতুর্থ শ্রেনির ছাত্র হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ক্লাসের দরজা জানালা বন্ধ। এসময় তার চিৎকার চেচামেচি আওয়াজ শুনে এলাকার লোকজন উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের বাড়ি থেকে চাবি এনে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এসময় সে বমি করে, প্যান্ট ভরে প্রসাব করে। এবিষয় ছেলেটার বাবা প্রদিপ সরকার বলেন, শিক্ষকের অবহেলার কারণে যদি আজ আমার বাচ্চাটার কিছু হতো তাহলে সে দায় দায়িত্ব কে নিতো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বাচ্চাটি রোগাক্রান্ত। প্রায় সময় সে ক্লাসে অসুস্থ থাকে। ক্লাসে এসে ঘুমায়। এলাকার তপন সরকার বলেন,স্কুলে বাচ্চাদের লেখা পড়া করানোর পরিবেশ নেই। শিক্ষককের অব্যস্থাপনা কারনে স্কুলের পরিবেশ নষ্ট।