1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার চুরি করে নিয়ে যাওয়ার সময় উ‌ল্টে গে‌লো এয়ারকন বাস চৌদ্দগ্রামে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ২ কুমিল্লার সাবেক মেয়র সূচনার ব্যাংক হিসাব জব্দ: দুর্নীতির অভিযোগে তদন্ত পরিবার এবং বিদ্যালয়ের উপযুক্ত শিক্ষাই শিশুদের আগামী ভবিষ্যৎ- এসিল্যান্ড মো. রায়হানুল ইসলাম মৃত্যুর ১১ বছর পর শিবিরের তিন কর্মির লাশ উত্তোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি রয়েছে- কুমিল্লা হাসনাত আব্দুল্লাহ সুনামগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

পাঁচবিবিতে ধর্ষন,থানায় মামলা,আসামি ধরাছোঁয়ার বাইরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫৭৩ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার খাস বাগুরীর হিন্দু সম্প্রদায়ের মেয়ে মহিপুর কলেজের ছাত্রী ২০১৬ সালে রসুলপুর বালিকা বিদ্যালয়ে পড়ার সুবাদে ওই এলাকার আয়মা রসুলপুর সোনারপাড়া গ্রামের গনেশ মন্ডলের ছেলে জৈনক সবুজ মন্ডল(পাপ্পু)’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০-১১-২০১৯ সালে ওই মেয়েটির বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে পাপ্পু।
পরে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সুকৌশলে সরলতার সুযোগ নিয়ে ধর্ষণ করে মেয়েটিকে।

শুধু তাই নয় গোপনে বিবস্ত্র অবস্থায় ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গত ০৮-০৬-২২ ইং তারিখে ভুক্তভোগী নিজে বাদি হয়ে পাঁচবিবি থানায় নারী শিশু নির্যাতন, ধর্ষন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী ওই মেয়ে বলেন, আমার অজান্তে অন্তরঙ্গ অবস্থায় ভিডিও ধারন করেছিলো পাপ্পু এবং বাধ্য করাতো মুসলিমদের বোরখা পরাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে বিভিন্ন সময় আবাসিক হোটেল ও আত্মীয়-স্বজনদের বাসায় নিয়ে গিয়ে দৈহিক সম্পর্ক জরাতো।

যেতে না চেয়ে বিবাহের কথা বললে রাজি হতো না উল্ট অকথ্য ভাষায় গালিগালাজ করতো, একপর্যায়ে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, পরে নির্রুপার হয়ে আইনের আশ্রয় নিয়েছে।

মেয়েটির মা বলেন, সরলতার সুযোগ নিয়ে পাপ্পু আমার মেয়েটির জীবন নষ্ট করেছে।
মেয়ে আমার সমাজের লোক লজ্জার ভয়ে গত কয়েক মাস আগে আত্মহত্যা করতে চেয়েছিল,টের পেয়ে আমিসহ প্রতিবেশীরা মিলে তাকে উদ্ধার করেছে। যেকোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারে।
পাপ্পুর দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তি চাই যা দেখে কোন ছেলে এমন কাজ না করে।

প্রতিবেশীরা জানান,মেয়েটি পড়াশোনায় খুব ভাল ছিল, পাপ্পুর সঙ্গে প্রেমের সম্পর্ক অনেক আগে থেকে আমরা জানি, পাপ্পুর উচিত এখোন মেয়েটিকে বিয়ে করা, যদি না করে তাহলে মেয়েটির জীবন নিয়ে ধুলাখেলা করা হচ্ছে, আর এই দায় তাকেই নিতে হবে।

পাপ্পুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়ায় পাপ্পুর বাড়িতে গিয়ে তার মায়ের সাথে দেখা হলে, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে আড়ালে চলে যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, গত ০৯-০৬-২২ তারিখে উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি পলাতক রয়েছে, গ্রেফতারের জন্যে চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০