নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের স্ত্রী মেহেরুন্নেছা বাহার। আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে বাহারের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সংসদ সদস্য আসার কথা থাকলেও মতবিনিময়ে না আসার কারণ জানতে চাইলে মেহেরুন্নেছা বাহার বলেন, ‘আপনাদের সঙ্গে ওনার দেখা করার কথা ছিল। আপনাদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল। ওনার মনে হয়েছে, যেহেতু উনি নির্বাচনী কোন কর্মকাণ্ডে ছিলেন না, সে জন্য এখানে আসেন নাই। সে জন্য আমি আপনাদের সঙ্গে মতবিনিময় করতে এসেছি।
এমপি বাহারের স্ত্রী বলেন,উনি (বাহার) কুমিল্লা-৬ আসনের এমপি। এখানে কোনো সমস্যা হলে সবার আগেই তিনি আসবেন। তাই না? উনিতো কোনো প্রচারে ছিলেন না। উনি এমপি, ওনার ঘরে থাকবেন। ঘরতো বন্ধ করে দেওয়া যাবে না। মহানগর পার্টি অফিস কীভাবে বন্ধ করবে? সভাপতি কি লুকিয়ে থাকবেন? নোটিশটা ঠিক হয়নি। চিঠির ভাষাটা একেবারেই ঠিক ছিল না।
তবে, চিঠিটা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন না তিনি।