আবদুল কাদের: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত এলাকা ইয়াবার স্বর্গরাজ্য হিসাবে খ্যাত উখিয়া,টেকনাফ।স্থানীয় সন্ত্রাস ও রোহিঙ্গা সন্ত্রাসী বাহীনির বিভিন্ন অপরাধ কর্মকান্ড নিয়ে সর্বদা আলোচনায় এই এলাকা।এরই ধারাবাহিকতায় ১৬ জুন বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এ সময় উপজেলার হ্নিলা ইউনিয়নের মুরালী পাড়া এলাকা থেকে ৬টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটকৃত ব্যক্তি-টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়া এলাকার হাজী নুর আলীর ছেলে মোক্তার হোসেন(২৭)।
র্যাব ১৫ সদর দপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান,
বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের মুরালী পাড়ার নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩টি ওয়ানশুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল, একটি থ্রি কোয়াটার গান।এছাড়াও ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।