মো.নাছির উদ্দিন,বাঞ্ছারামপুর, প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহাম্মেদ অনিক এর উপর বাংলাদেশ ইসলামী আন্দোলন আইয়ুবপুর ইউনিয়ন শাখার হাতপাখার সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলার হুকুমদাতা ও হামলার অংশগ্রহণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে প্রদক্ষিণ শেষে আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্হিত বক্তারা বলেন, রুবেল আহাম্মেদ অনিকের উপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে ইসলামী আন্দোলন আইয়ুবপুর ইউনিয়নের নেতা নাছির উদ্দিন সরকারের নির্দেশে জগন্নাথপুর ব্রীজ সংলগ্নে হত্যা করার উদ্দেশ্য নিয়ে হামলা করেন, পরে আহত অবস্থায়
এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আমরা এই বর্বরচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,
আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কুদ্দুস সরকার,আসাদুজ্জামান হক,লিল মিয়া মেম্বার, মতিউর রহমান মাতু মেম্বার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনির হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল হাকিম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম,বর্তমান মেম্বার কাজী নুরমোহাম্মদ প্রমুখ।