1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

Translate in

পাহাড়ি ঢলে মুহুরী নদীর দুই স্থানে বেড়ি বাঁধে ভাঙন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর দুই স্থানে বেড়ি বাঁধে ভাঙন দেখা দেখা দিয়েছে। এতে প্লাবিত হচ্ছে দুই গ্রাম।
স্থানীয়রা জানান, সোমবার (২১ জুন) সকালে নদীর উত্তর দৌলতপুর ও দরবার পুরে ভাঙন দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আকতার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরবারপুরের ভাঙনটি মেরামত করার জন্য স্থানীয়দের নিয়ে চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১.১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। পানি কমলে বাঁধের ভেঙে যাওয়া স্থানগুলোর মেরামত করা হবে।

অপরদিকে ভারী বর্ষণে ফুলগাজী বাজারের গার্ডওয়ালের ভেতর দিয়ে মুহুরী নদীর পানি প্রবেশ করে ফুলগাজী বাজার প্লাবিত, শেষ খবর পাওয়া পর্যন্ত পানি ধীরে ধীরে বাড়ছে। স্থানীয়রা বলছেন পানি বাড়ছে, ডুবছে রাস্তা-ঘাট ও ফসলি জমি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০