আশরাফুল ইসলাম গাইবান্ধা
আগামী ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উৎযাপনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অঙ্গ সহযোগী ও ভ্রাতিপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ জুন মঙ্গলবার পলাশবাড়ী পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগের গেস্ট হাউজে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস,উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,আওয়ামী মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হানি,আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শামসুজোহা হিটু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহ জালাল মন্ডল,আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি মনিরুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবলীগের নেতা আবু রায়হান লিমন,পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকারসহ অন্যান্যরা।