1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ, মারধর করে যাত্রীর মুখমণ্ডল ফাটালেন চালক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে

আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তিনি নগরের সাগরদি এলাকার একজন ব্যবসায়ী।

সোমবার লকডাউনের প্রথম দিন সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে।

আহত আক্তার হোসেন জানান, সাগরদি থেকে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশায় চড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে নামেন তিনি। পূর্ব নির্ধারিত ভাড়া ৫ টাকা দিলে ওই অটোচালক তা না নিয়ে দ্বিগুণ ভাড়া ১০ টাকা দাবি করেন। এ নিয়ে বাদানুবাদ হলে চালক তার ওপর আকস্মিক আক্রমণ চালান।

অটোচালকের হামলায় যাত্রী বাদলের মুখমণ্ডল ও ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। এসময়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোরিকশা রেখে পালিয়ে যান ওই চালক।

পরে আহত ওই ব্যক্তিকে শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো গাড়িটি জব্দ করে নিয়ে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০