আবদুল কাদের : কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ১নং চৌফলদন্ডী ইউনিয়ন।বর্ষায় আতঙ্কিত এক জনপদের নাম।প্রতিবছর বর্ষা আসলে এই জনপদের মানুষের দূর্ভোগের সীমা থাকে না।ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার মধ্য রাখাইন পাড়া বৌদ্ধবিহার।
সম্প্রতি কয়েকদিনের বিরতিহীন বৃষ্টিতে এই বিহার সংলগ্ন পুকুরের বাঁধ ভেঙ্গে বিহারের বাউন্ডারি দেয়াল হুমকীর মুখে পড়ে।এমতাবস্থায় রাখাইন সম্প্রদায় ও স্থানীয় মানুষের নিত্য প্রয়োজনে ব্যবহৃত পুকুর, পুকুর সংলগ্ন চলাচলের রাস্তা ও বৌদ্ধ বিহার সংরক্ষনের নিমিত্তে ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবু উছাচিং এর উদ্যোগে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ থেকে নিজের নামে নেওয়া প্রথম বরাদ্দ থেকে ১০০ ফুট গাইডওয়াল নির্মান কাজ শুরু করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাবু উচাসিং বলেন, রাখাইন সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল বৌদ্ধবিহার ও পুকুর সংরক্ষন। এই জন্য আমি পরিষদ থেকে নিজ নামে নেওয়া বরাদ্দ থেকে সর্বপ্রথম এই কাজটি শুরু করলাম।ক্রমান্বয়ে অন্যান্য উন্নয়নমুলক কাজগুলো ও সম্পন্ন করব বলে আশাবাদী।
স্থানীয় ব্যবসায়ী নুরুল হুদা জানান,মধ্য রাখাইন পাড়া পুকুর সংলগ্ন এই রাস্তায় দীর্ঘদিন ধরে ভাঙ্গন শুরু হয়।এই গাইড ওয়াল নির্মান করে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি পরিপূর্ণ হল।