আবদুল কাদের কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সর্বপশ্চিমে নদীর পাশে পড়ে থাকা এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।বৃহস্পতিবার সকাল ৮ টায় চৌফলদন্ডী- ভারুয়াখালী নির্মানাধীন ব্রীজের পশ্চিম পার্শ্বে খালের কিনারে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এ লাশ দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ এ কল করে। পরে তাৎক্ষনিক সদর থানা পুলিশের এস আই মোশারফ এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পৌছে নৌকা নিয়ে লাশটি উদ্ধার করে।
সদর থানার পুলিশের এস আই মোশারফ জানান,প্রাথমিক ভাবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি এবং লাশে কোন অাঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এটি মানসিক ভারসাম্যহীন কোন ব্যক্তির লাশ। আমরা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছি।