এইচ এম সাগর (হিরামন) খুলনা
গরুর নাম ডন। এবার ঈদে মূল্য ধরা হয়েছে বিশ লাক্ষ টাকা। এলাকায় গরুর মালিককে সবাই মোস্তফা ডন নামে পরিচিত। মোস্তফা শেখ মাছের ব্যবসার পাশাপাশি গরুর পোষা তার শখ।
তার খামারে রয়েছে ছোট বড় বেশ কিছু এইহাইব্রিড জাতের গরু। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ধাদুয়া গ্রামে ফেরদৌস শেখের পুত্র মোস্তফা শেখ বলেন, আমার খামারে অনেক গরু ছিলো। কিন্তু করোনার কারনে গরুর ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। গরুর মালিক মোস্তফা শেখ আরো বলেন,দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার গরুটি নেন, তাহলে তিনি আমাকে যে মূল্য দেবেন সেই মূল্যে আমি নিব বলে তিনি দাবি করেন।
ডন নামের গরুটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের। বয়স চার
বছর। গরুর উচ্চতা ৬ ফিট। দৈর্ঘ্য সাড়ে ৮ মিটার। ডনের আনুঃ ওজন প্রায় ৪০ মন হবে বলে তিনি দাবি করেন।