ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার ৬ নং কালিদহ ইউনিয়নের তুলাবাড়িয়ায় মিঠুন দাস নামের যুবক ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক রাত্রি দাস কে পালিয়ে বিয়ে করার অপরাধে ফেঁসে গেছে যুবক মিঠুন দাস।এলাকাবাসী সূত্রে জানা যায় মিঠুন দাস তুলাবাড়ি এলাকার সুরেশ চন্দ্র শীলের ছেলে এবং রাত্রি দাস একই এলাকার চিনু দাস এর কন্যা,তারা দুজনে ১৫/০৬/২২ ইং তারিখে ঘর থেকে পালিয়ে গিয়ে একটি ভুয়া এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বস্তুত অর্থে রাত্রি দাসের বয়স (১৫), রাত্রি দাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাত্রি দাস এর পরিবার ফেনী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এটির তদন্তভার দেওয়া হয় ফেনী মডেল থানার চৌকস পুলিশ অফিসার রবিউল ইসলামকে। দীর্ঘ দশদিন পর এস আই রবিউল ইসলাম রাত্রি দাসকে কুমিল্লা থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
আজ দুপুরে উভয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। রাত্রি দাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয় এবং বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে মিঠুন দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।ফেনী মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই রবিউল ইসলাম জানায়,”রাত্রি দাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিজ্ঞ আদালত তার কাছ থেকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করে,এবং ভিকটিম রাত্রি দাসকে মেডিকেল টেস্টের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয় ও মিঠুন দাস কে কারাগারে পাঠানো হয়।