ভালুকা সুনামগঞ্জ প্রতিনিধি:
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ করেছে ইত্তেফাকুল উলামা ভালুকা উপজেলা শাখা।
ভালুকা উপজেলা শাখার সভাপতি মুফতী আতিকুল ইসলাম শেখের সভাপতিত্বে
গতকাল (২৫জুন) সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার চিসকা, রসুলপুর, পাথারগাঁও, ইসলামপুর এবং মধ্য নগর থানায় ইত্তেফাকুল উলামা ভালুকা শাখার পক্ষ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ বৃদ্ধদেরকে নগদ অর্থও দেওয়া হয়।
১০০০ পরিবারের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে,চাল,ডাল,পিঁয়াজ,লবণ,আলু,মরিচ,চিড়া,মুড়ি,গুড়,বিস্কুট,চকলেট,ওরস্যালাইন,নাপা ট্যাবলেট,মেট্রো ট্যাবলেট।
ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফুল আলম হাবিবী বলেন, খেদমাতে খালক বা সৃষ্টির সেবা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান ও ইবাদত। এ ব্যাপারে ত্রুটি হলে কেয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। তাই আসুন, সৃষ্টির সেবার নিয়তে সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।