1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

Translate in

শাজাহানপুরে মোবাইল ফোনের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর থানাধীন দাড়িগাছা ইসলামী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী নওফেল শেখ (১৪) খুনের ঘটনায় মোঃ নবির হোসেন (১৬) কে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস টিম। আটককৃত নবির হোসেন শাজাহানপুর থানার দাড়িগাছা হাটপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে। মূলত ফোনের জন্য নওফেলকে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ধৃত নবির। গত ২৮ জুন মঙ্গলবার বগুড়া পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী তার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধু হিসাবে তারা প্রায় সময় একসাথে চলাফেরা করতো এবং দাড়িগাছা গ্রাম হইতে আনুমানিক ০২ কিলোমিটার দূরে একটি জঙ্গলে গিয়ে তারা মাঝেমধ্যে ধূমপান করতো। বন্ধু হলেও পরস্পর পরস্পরকে মামা সম্বোধন করতো। প্রায় ০২ মাস পূর্বে ভিকটিম নওফেল শেখের পিতা মোঃ ইসরাইল শেখ শখেরবশতঃ তার একমাত্র আদরের ছেলে নওফেলকে জমি বিক্রির ১৮,০০০/- টাকা দিয়ে একটি VIVO স্মার্ট ফোন কিনে দেয় নওফেলের বন্ধু নবির হোসেন নওফেলের মোবাইল ফোনটি কিভাবে পাওয়া যায় সেই পরিকল্পনা করতে থাকে। গত ১৮ জুন শনিবার নওফেলের জন্মদিন থাকায় নবির হোসেন নওফেলকে বলে যে, মামা চলো তোমার জন্মদিন উপলক্ষে দুজনে জঙ্গলে গিয়ে ধুমপান করে একটু আনন্দ ফুর্তি করে আসি। সেই দিন নওফেলের জন্মদিন থাকায় নওফেল উৎফুল্ল ছিল এবং সে নবির হোসেনের কথায় রাজি হয়ে যায়। নবির হোসেন নওফেলকে হত্যা করে সেই স্মার্ট ফোনটি পাওয়ার পরিকল্পনা মাফিক তার গলায় পূর্ব থেকেই একটি মাপলার রাখে। ১৮ জুন শনিবার বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় ধুমপান করার জন্য ভিকটিম নওফেল ও নবির হোসেন দাড়িগাছা গ্রামস্থ ফুলবাড়ীয়া নামক স্থানে জনৈক মোঃ মোকতাহার এর জঙ্গলযুক্ত বাগানের মধ্যে ধূমপান করতে যায় । নওফেল জঙ্গলের একটি ইউক্যা লিপ্টাস গাছের সহিত হেলান দিয়ে ধুমপান করার একপর্যায়ে নবির হোসেন তার গলা থাক ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা মাফ্লার হাতে নিয়ে নওফেলকে বলে, মামা তোমাকে যদি এই মাফ্লার দিয়ে সিনেমার স্টাইলে খুন করা হয় তাহলে কেমন হবে। তখন নওফেল হেসে বলে যে, মামা তুমিতো আমাকে খুন করবে না। তখন অভিনয়ের ছলে ধৃত নত্রি হোসেন মাফ্লার দিয়ে নওফেলের গলায় দুটি প্যাচ দিয়ে গাছের সাথে শক্ত করে পিছন দিক থেকে টেনে ধরে। এতে নওফেল ছটফট করতে থাকে এবং একপর্যায়ে নওফেল মারা যায়। নওফেল নিস্তেজ হয়ে মাটিতে পরে গেলে নবির হোসেন তখন নওফেলের মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পাশের জমিতে থাকা একটি বাঁশের লাঠি হাতে নিয়ে নওফেলের মাথায় পরপর দুটি বারি নেয়। নওফেল নড়াচড়া না করলে নবির হোসেন নিশ্চিত হয় যে, নওফেল মারা গেছে। ধৃত নবির হোসেন তখন ঘটনাস্থল সংলগ্ন ১০/১৫ হাত দূরে ঝোপের ভিতর নওফেলের লাশ টেনে নিয়ে গুম করে রাখে। অতঃপর নবির হোসেন নওফেলের স্মার্ট ফোনটি নিয়ে সকলের অগচরে চলে যায়। একই তারিখ দুপুর আনুমানিক ১ টার দিকে নবির হোসেন তার বান্ধবী শেরপুর খাল এলাকার মোছাঃ জাকিয়া খাতুন বৃষ্টিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বগুড়া শহরের সাতমাথা একটি পুরাতন মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের দোকানে গিয়ে তারা ভাই-বোনের পরিচয় নিয়ে নিজেদের অভাব অনটনের কথা বলে ভিকটিমের মোবাইল ফোনটি ৫,০০০/- টাকায় বিক্রি করে দেয়। সেখান থেকে তারা দুইজন বগুড়া শহরের গালা পট্টিতে অবস্থিত হোটেল টুইন ব্রাদার্সে যায় এবং মোবাইল বিক্রির ২০০০/- টাকায় একটি রুম ভাড়া করে একসাথে সময় কাটায়। নবির হোসেন সেখান হতে তার বন্ধু হেলাল (১৬) কে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে উত্ত হোটেলে মেয়েটির সাথে সময় কাটানোর ব্যবস্থা করে দেয়। মোবাইল বিক্রির ১৫০০/- টাকা মোছাঃ জাকিয়া মাতুন বৃষ্টিকে দিয়ে তারা এলাকায় চলে যায়। গত ২০ জুন সোমবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে ঘটনাস্থল হতে নওফেলের মৃতদেহের দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন গিয়ে নওফেলের লাশ সনাক্ত করে। তখন চারদিকে খবর ছড়িয়ে পড়লে নবির হোসেন ঢাকায় দিয়ে আত্মগোপন করে। পুলিশ সুপার বগুড়া, জনাব সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন), জনাব আলী হায়দার চৌধুরী, বিপিএম, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জনাব শরাফত ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ (ওসি) শাজাহানপুর থানা, বগুড়া এর সার্বিক তত্ত্বাবধানে শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস টিম ভিকটিম নওফেলের মোবাইল বগুড়া শহরের সাতমাথা এলাকার একটি দোকান হতে উদ্ধার পূর্বক অভিযান পরিচালনা করে গত ২৭ জুন সোমবার আনুমানিক দেড় টার দিকে ঢাকা টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ধৃত নবির হোসেনকে গ্রেফতার করেন। ধৃত নবির হোসেনের দেখানো মতে ঘটনাস্থল সংলগ্ন ঝোপের মধ্যে হতে হত্যকান্ডে ব্যবহৃত লাল কালো সাদা রংয়ের ৬ ফুট ৫ ইঞ্চি মাফলার উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০