বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা ফরাজী মোহাম্মদ ইউনুস (আনারস) প্রতীক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামিলীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীকের সুলতান ফরাজীকে ২১০ ভোটে পরাজিত করেন।
আজ বুধবার (২৯ জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফরাজী মোহাম্মদ ইউনুস ২১৫৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান ফরাজী ১৯৪৭ ভোট পেয়েছে।
উল্লেখ্য গত ১৫ জুন তালতলীর ৬ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আচারনবিধি লঙ্ঘনের কারনে ৭নং সোনাকাটা ইউপির নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত ওই ইউনিয়নে আজ ভোট গ্রহণ শেষে বিএনপি নেতা ফরাজী মোহাম্মদ ইউনূস বিজয়ী হয়।