মোঃ আবু মুসা তুহিন : সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে গরু, ছাগল ও মহিষের বাজার দুপুর থেকে অনুষ্ঠিত হয়।
উক্ত বাজারে খামারিদের পালিত মোটাতাজা গরু লক্ষনীয়ভাবে দেখা মিলে। রাসেল নামের এক খামারী তার একটি গরুর দাম হাঁকছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। জানাযায় রাসেল খামারে আরো ১৮/২০ টি মোটাতাজা দেশীয় গরু রয়েছে। অন্যান্য খামারী এবং গৃহে পালিত গরু বাজারে দেখা যায়।