আবদুল কাদের : কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার ভূমি অধিগ্রহণ (এল এ) শাখার মহেশখালী জোনের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার আতিকুর রহমান। ঘুষ লেনদেন ও গ্রাহক হয়রানির নানান অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তা। টাকা ছাড়া কোন ফাইল নড়ছড় হয়না ওনার টেবিল থেকে এমন অভিযোগ অনেকের।
শুক্রবার (১ জুলাই) বেসরকারী এয়ারলেন্স ইউ এস বাংলার একটি ফ্লাইট এ ঢাকা থেকে কক্সবাজার আসার সময় সকাল ১০ টায় শাহাজালাল এয়ারপোর্ট থেকে দুদকের হাতে আটক হন এই কর্মকর্তা।এ সময় তার কাছ থেকে নগদ ২০ লক্ষ টাকা জব্দ করা হয়।
দুদুক,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এলএ শাখায় দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকা সহ আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে এসব টাকার উৎস সম্পর্কে কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি।